About

আসসালামু আলাইকুম।

রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিয় অ্যালুমিনি এবং তাদের পরিবারবর্গকে আমি বর্তমান অধ্যক্ষ কর্নেল মঞ্জুরুল আহসান এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।

১৯৭৮ সালে যাত্রা শুরু করে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আজ ২০২২ সালে ৪৫ বছরে পদার্পণ করেছে। অনেক চড়াই-উৎরাই, অর্জন, পরিবর্তন, পরিমার্জন এবং সকল ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আপনাদের প্রান প্রিয় স্কুল ও কলেজ আজ দেশের অন্যতম সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রাক্তন বা বর্তমান ছাত্র-ছাত্রীরা হচ্ছে মূল সম্পদ। আজকে যারা বর্তমান আছে তারা আগামীতে প্রাক্তন হয়ে যাবে। শিক্ষা জীবনের হাজারো ঘটনা, বন্ধুবান্ধব, প্রিয় ক্যাম্পাস, ক্লাসরুম, শিক্ষক, সুখদুঃখ মিশ্রিত অতীত আমাদের সকলের কাছেই অমুল্য স্মৃতি হয়ে থাকে। পরবর্তীতে কর্মব্যস্ত জীবনের বাস্তবতার বেড়াজালে আবদ্ধ থেকে আমরা আমাদের শৈশব ও কৈশোরের সেই স্কুল কলেজের দিন গুলো খুঁজে ফিরি এবং ফিরে যেতে চাই কিছু অল্প সময়ের জন্য হলেও।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদেরই উদ্দ্যগে আগামী....... ফেব্রুয়ারি ২০২৩ এ, আপনার প্রান প্রিয় প্রতিষ্ঠান রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী আয়োজন হতে চলেছে। আপনাদের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সিনিয়র- জুনিয়রদের পেশাগত পরিচিতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সেতুবন্ধন এবং প্রতিষ্ঠানের ইতিবাচক ব্রান্ডিং এ বিশেষ ভুমিকা রাখবে।

আমি অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিক এবং আন্তরিক আহবান জানাচ্ছি, রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সকল প্রাক্তন অ্যালুমিনি/শিক্ষার্থীদের, পুনর্মিলনীতে সম্মিলিত অংশ গ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ৪৫ বছরে পদার্পণ আনন্দপূর্ণভাবে উদযাপন করবেন।

মহান আল্লাহতায়ালার কাছে সবার সুস্থতা প্রার্থনা করছি। সবাইকে আমন্ত্রণ এবং ধন্যবাদ।

Address Details

Geographical Location :

Latitude : 25.7643° N,

Longitude : 89.2301° E

Mailing Address :

Ward No : 16

Rangpur City Corporation.

Police Station : Kotwali

Post Code : 5401

Post Office : Upa-Shahar

Upazila : Rangpur Sadar

District : Rangpur

Division : Rangpur

Rangpur Cantonment, Rangpur, Bangladesh